ইতিহাস সমৃদ্ধ বিক্রমপুরের দক্ষিণাঞ্চল এবং প্রাচীন বরিশালের ইদিলপুর পরগনার কিছু অংশ নিয়ে বর্তমান শরীয়তপুর জেলা গঠিত। গুপ্ত যুগের (চতুর্থ শতক থেকে ৫৪৪ খ্রিঃ) ইতহিাস থেকে শরীয়তপুরের ইতিহাস তেমন কিছু না জানা গেলেও সমুদ্রগুপ্তের শিলালিপি থেকে বোঝা যায় এটি গুপ্ত রাজ বংশের অধীনে ছিল। পরবর্তীতে মুঘল আমলের আগ পর্যমত্ম এলাকাটি বিভিন্ন রাজ বংশের অধীনে শাসিত হয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ৫২ভাষা আন্দোলনসহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শরীয়তপুর বাসীর ভূমিকা উল্লেখযোগ্য।
শরীয়তপুর এর পূর্ব নাম পালং। পালং একটি পুরাতন নাম। পালং থানা প্রতিষ্ঠার এবং এর নামকরণের সঠিক ইতিহাস জানা যায়নি। স্বাধীনতা পরবর্তীকালে জেলাটি ফরিদপুরের মাদারীপুর মহকুমার অমত্মর্ভূক্ত ছিল। ১৯৭৭ সালের ০৩ নভেম্বর বিশিষ্ট সমাজ সংস্কারক ও ব্রিটিশ বিরোধী ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তউল্লাহর নাম অনুসারে শরীয়তপুর নামকরণ করে মহকুমা স্থাপন করা হয়। ১৯৮৪ সালে প্রশাসনিক পূনবিন্যাসের ফলে শরীয়তপুরকে জেলায় উন্নীত করা হয়। ১৯৮৪ সালের ১লা ফেব্রুয়ারি এ থানাকে শরীয়তপুর সদর উপজেলা হিসেবে নাম করন করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS