খেলাধুলা ও বিনোদনঃ অত্র উপজেলায় বিনোদনের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা প্রচতিল আছে। বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু এখানকার প্রিয় খেলা। এছাড়াও ফুটবল, ভলিবল, গোল্লাছুট, দাড়িয়া বান্দা, কানামাছি, বৌয়াছি প্রভৃতি খেলার প্রচলন রয়েছে। খেলাধুলারক্রম বিকাশের ফলে আধুনিককালের ক্রিকেট, দাবা,বেডমিন্টন, ক্রামবোর্ডসহ প্রভৃতি খেলার আগমন ঘটেছে।
স্টেডিয়াম-শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। প্রতি বছর এ স্টেডিয়ামে নিম্নলিখিত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ঃ
(ক)গোল্ডকাপ ফুটবল
(খ) প্রিমিয়ার ফুটবল লীগ
(গ) ১ম বিভাগ ফুটবল লীগ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস