শরীয়তপুর জেলার ব্রিটিশ আমলের স্থাপিত পুরাকৃত্তির আজো সাক্ষিবহন করে চলছে শরীয়তপুর জেলার সদর উপজেলার চিকন্দী মুনসেফি কোর্ট। জনশ্রতি রয়েছে যে, এই কোর্টটি ব্রিটিশ আমলে তৈরি। এই কোর্টে জমি জমা সংক্রান্ত যে কোন সমস্যা অনেক পূর্ব থেকেই মিমাংশা করা হত। কোর্টটি সদর উপজেলার চিকন্দি ইউনিয়ন পরিষদের পাশেই অবস্থিত। আজো অনেক দর্শনার্থী দুরদুরান্ত থেকে এই কোর্টটি দেখার জন্য ভির করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস