এই উপজেলার শিল্প কারখানা তেমন গড়ে উঠেনি। বর্তমানে এ উপজেলায় নিম্নোক্ত শিল্পগুলো আছে।
ক্ষুদ্র ও কুটির শিল্প : (ক) ক্ষুদ্র শিল্প : ৪০৫ টি।
(খ) কুটির শিল্প : ৩১১৮ টি।
রাইস মিলের সংখ্যা : ০২ টি ।
স’মিলের সংখ্যা : ১৪৪ টি।
চাউলের কল : ১৬৪ টি।
আটার কল : ১১২ টি।
ময়দার কল : ৪ টি।
বরফের কল : ১৩ টি।
তেলের কল : ৩ টি।
ইট ভাটা : ৩০ টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস