Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নদ-নদী

নদ-নদীঃ শরীয়তপুর জেলা বাংলাদেশের বৃহত্তম নদ-নদী পদ্মা মেঘনা নদীর তীরে অবস্থিত। শরীয়তপুর সদর উপজেলা পদ্মা নদীর শাখা কৃর্তিনাসা নদীর তীরে অবস্থিত। পূর্বে কৃর্তিনাসা নদীর কয়েকটি শাখা -প্রশাখা ছিল। কালের প্রভাবে নদীগুলো ভরাট হয়ে গেছে। স্বাধীনতার পূর্বে কৃর্তিনাসা নদী দিয়ে স্টীমার চলাচল করেছিল এবং অত্র অঞ্চলের লোকের ব্যবসা বানিজ্য এই নদী পথে চলত। বর্তমানে এ নদীর শাখা-প্রশাখা ভরাট হয়ে গেছে এবং কৃর্তিনাসা ভরাট হয়ে সরু হয়ে ইতিহাসের স্বাক্ষী বহন করছে। এখন আর আগের মত লঞ্চ,স্টীমার চলে না এবং নেই পুরাতন ঐতিহ্য।