শরীয়তপুর সদর হইতে অটো, রিক্সা, ভ্যান যোগে ডোমসার ইউনিয়ন হয়ে চিকন্দী শরফ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে শৌলা মূখী চিকন্দী ইউনিয়ন পরিষদ ভবনের পশ্চিম পাশে অবস্থিত।
বিস্তারিত
এই কোর্টটি শরীয়তপুর জেলার সবচাইতে পুরাতন একটি কোর্ট। বর্তমানে এই কোর্টের কার্যক্রম চলমান আছে। এই কোর্টটির চার পাশে বিশাল পরিমান জমির উপর স্থাপিত হয়েছে।